এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেনের দিক-নির্দেশনায় থানার এসআই মুকুল চন্দ্র বর্মন, আল আমিন সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কাহালু স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (২৮) কে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান কাহালু পৌর এলাকার সাগাটিয়া (নয়াপাড়া) গ্রামের সামছুল আলম আকন্দের পুত্র।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।