স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজনে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ইউএনএফপিএ এর বগুড়া প্রতিনিধি তামিমা নাসরিন, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, গোপালনগর ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, ধুনট থানার এসআই রুহুল আমিন খান, এসআই আব্দুস সালাম, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছু, সাধারণ সম্পাদক শাহ আলম প্রমূখ।