আপেল মাহমুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন প্রচারণা জমে উঠেছে। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা (ড্রাইভার)। সোহেল রানার নির্বাচনী প্রতীক হাতি।
তাই তিনি প্রচারণায় নেমেছেন প্রতীকি কোনো হাতি নিয়ে নয়, জীবন্ত হাতি নিয়ে। এমন ব্যতিক্রমী প্রচারণায় উৎসুক জনতাও ভিড় জমাচ্ছেন।
গত কয়েকদিন ধরে সোহেল রানা তার নির্বাচনী প্রচারণায় এগিয়ে থাকার জন্য অভিনব কৌশল খাটিয়েছেন। তার এই কৌশল অনেকেরই নজর কেড়েছে।
শুক্রবার বিশাল আকৃতির একটি হাতির পিঠে চড়ে নির্বাচনী ব্যানার ঝুলিয়ে প্রচারণা চালাতে দেখা যায় সোহেল রানাকে। এসময় হাতি শুঁড় তুলে জনসাধারণকে শুভেচ্ছাও জানাচ্ছিল।
হাতি প্রতীকের সমর্থকরা বলছেন, হাতি দিয়ে নির্বাচনী প্রচারণায় বাড়তি আমেজ সৃষ্টি হয়েছে। তার এ ব্যতিক্রমধর্মী প্রচারণায় এলাকাবাসী ও সমর্থকরা বেশ উপভোগ করছেন।
সোহেল রানা বলেন, বাঙালীর কাছে নির্বাচন হচ্ছে একটি উৎসবের মতো। তাই নির্বাচনকে আরো বেশি উৎসবমুখর করে তুলতে প্রচার-প্রচারণায়ও ভিন্নতা এনেছেন তিনি।