এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মোশারফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
শনিবার সকালে এমপি মোশারফ হোসেনের বগুড়া বাসায় তাকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নব-গঠিত কাহালুর জামগ্রাম ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার আজম, নব-গঠিত জামগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাফিল হোসেন, যুগ্ম আহবায়ক রায়হান আলী, শামীম হোসেন, মুকুল হোসেন, বিএনপি নেতা রিপন মন্ডল সহ জামগ্রাম ইউনিয়ন যুবদলের অন্যান্য সদস্যবৃন্দ।