স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলালকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন স্বাক্ষরিত এক দলীয়পত্রে এতথ্য জানানো হয়েছে।
তবে অব্যাহতির পত্রে গত ২১ সেপ্টেম্বর স্বাক্ষর করা হলেও তা ২৫ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশ করা হয়।
দলীয়পত্রে উল্লেখ করা হয়েছে, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ তারেক হেলালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে অব্যাহিত প্রদান করা হলো। সেই সঙ্গে একই কমিটির সহ-সভাপতি শাহীনুর রহমান সরকারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এমএ তারেক হেলাল ১৯৯৬ সালে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পদ লাভ করেন। এরপর তিনি ২০০২ সালে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে নির্বাচিত হন। এরপর ২০১১ সালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে এবং ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে টানা দুইবার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।