স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ধুনট উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহসীন আলমের মা রওশনারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধুনট সদরের উল্লাপাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল ১০টায় উল্লাপাড়া গ্রামের ঈদগাহ্ মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
তার মৃত্যুতে ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিবিৃতি দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান সহ দলীয় নেতৃবৃন্দ।