শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মধ্যবর্তী স্থান সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপন, গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে গাইবান্ধা নাগরিক মঞ্চ।
কনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে ওয়াজিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু,
জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, প্রবীর চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আখিরুজ্জামান বাবু, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, এ্যাড. সরওয়ার হোসেন বাবুল, এ্যাড. সাঈদ আহম্মেদ আজাদ জয়, কাজী আব্দুর খালেক, ছাত্র নেতা ওয়ারেছ সরকার ও ফিরোজ কবির রানা প্রমূখ।