চামেলী খাতুন, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :
বৃহত্তর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জাঁকজমক ভাবে চলছে।
এ ইউনিয়ন পরিষদে কে হবেন নৌকার মাঝি, এ নিয়েই জল্পনা-কল্পনার যেন শেষ নেই ভোটারদের মনে।
প্রার্থীরা ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে দোয়া প্রার্থনা করে বেড়াচ্ছেন।
নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী রংপৃর বিভাগীয় বঙ্গবন্ধু প্রজন্মলীগ ও আলীহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান।
তিনি নিয়মিত নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেলের বহর বের করে আলীহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জের ঘুরে বেড়াচ্ছেন।
অপর প্রার্থী আলীহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুফিয়ান, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল সহ আরো বেশ কিছু আওয়ামীলীগের নেতা কর্মীরা নির্বাচনিী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে কে মনোনীত হবে নৌকার মাঝি ? এনিয়েইে চলছে জল্পনা-কল্পনা।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের বিভিন্ন পোষ্টারে ছেয়ে গেছে আলীহাট ইউনিয়ন।