সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক পুন্ডু নগরী রাজধানী মহাস্থান প্রত্নতত্ব এলাকার সনাতন ধর্মালম্বীদের তীর্থস্থান শীলা দেবী ঘাট এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার আনুষ্ঠানিক ভাবে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, অন্যতম নেতা ডা. মহোল্লাল কানু প্রমুখ।