এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালুর বিবিরপুকুরে নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম রুহুল মোমিন তারিক, সদস্য তৌহিদুল ইসলাম কোল্লাল, এ এন এম আহছানুল হক, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগনেতা শাফিকুল ইসলাম শফিক, সামছুদ্দোহা রাবু, নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা খোদা বক্স, আলহাজ্ব মোকারম হোসেন, হবিবর রহমান, খোরশেদ আলম, আব্দুর রহমান, জালাল উদ্দিন, ফরিদ উদ্দিন, লতিফুল ইসলাম পাশা, আবু সাঈদ প্রামানিক, ইব্রাহীম আলী মন্ডল, আছির উদ্দিন, গোলাম মোস্তফা, শাহিন প্রমূখ।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান সহ নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।