স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে স্কুল ছাত্রীদের ভিডিও ধারন করে টিকটকে ছড়িয়ে দেয়ায় খোকন (৩৮) নামে এক বখাটে যুবককে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ^হরিগাছা-বাহালগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত খোকন মিয়া ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামের মৃত ফজর খানের ছেলে।
জানাগেছে, এক সন্তানের জনক খোকন মিয়া ডিস লাইনের ব্যবসা করেন। গত মঙ্গলবার পাঁচথুপি নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের কয়েক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েক ছাত্রীকে ভিডিও ধারন করেন খোকন মিয়া।
এসময় ওই ছাত্রীরা ভিডিও ধারনের কারন জানতে চাইলে খোকন তাদেরকে অশালীন ভাষায় কথা বলেন। এরপর খোকন ওই ছাত্রীদের ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রকাশ করে।
ধুনট থানায় ওই স্কুলের ছাত্রীরা জানায়, তারা কয়েক ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে বিদ্যালয়ের কাছে পৌঁছালে খোকন মিয়া তাদের ইচ্ছার বিরুদ্ধে ভিডিও ধারণ করে টিকটকে ছেড়ে দেয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অন্য সহপাঠিরা ভিডিওটি দেখে তাদেরকে তিরস্কার করলে তারা নিরুপায় হয়ে বিকেলে অভিভাবকদের সঙ্গে নিয়ে ধুনট থানায় মৌখিক অভিযোগ দেয়।
এদিকে ওই স্কুল ছাত্রীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ওই বখাটেকে আটক করতে অভিযান পরিচালনা করেন।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, স্কুল ছাত্রীর মৌখিক অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।