স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে ২৩৩ জনের মধ্যে নমুনায় আরও ১০জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ জন।
শুক্রবার (১ অক্টোবর) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদর উপজেলার সত্য রঞ্জন ঘোষ (৫৮)।
এই নিয়ে বগুড়া জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬৮৫ জনে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার মোট ২৩৩ জনের নমুনার ফলাফল এসেছে। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০ জন পজিটিভ হয়েছেন। নতুন আক্রান্ত ১০ জনই বগুড়া সদরের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৫১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮০৯ জন।