আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ রাসেদা বেগম টুলু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আদমদীঘি থানাধীন ইন্দইল নামক স্থানের একটি ব্রিজের উপর থেকে ওই নারীকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেদা বেগম টুলু থানা আদমদীঘি থানাধীন সন্তাহাররটিকরপাড়া এলাকার মৃত আয়নাল হক মন্টুর স্ত্রী। সে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন চোরকীমারী সঙ্গমাতা এলাকার স্থায়ী বাসিন্দা।
আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, গ্রেফতারকৃত রাসেদা বেগম টুলু দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।