এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে শুক্রবার দুপুরে সদরের সেউজগাড়ি আমতলা ও সন্ধ্যায় টেংরাবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার রাজপাড়া উপজেলার বাসিন্দা রাজিব কুমার সাহা (৩৬) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার উপজেলার বাসিন্দা আঙ্গুর মন্ডল (২৪)।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।