স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় গোসল করতে গিয়ে খালের পানিতে ডুবে নান্টু আকন্দ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২ অক্টোবর) রাত ৮টায় দিকে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের একটি খাল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
নিহত নান্টু আকন্দ ওই গ্রামের মৃত রহিম বক্স আকন্দের ছেলে।
ধুনট থানার এসআই রুহুল আমিন খান জানান, শনিবার দুপুরে বাড়ির পাশেই খালের পানিতে গোসল করতে যায় বৃদ্ধ নান্টু আকন্দ। এরপর থেকেই পরিবারের লোকজন তাকে খুজে পাচ্ছিল না।
এরপর সন্ধ্যার দিকে ধুনট থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং প্রাথমিক তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।