স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সভাপতি পদে হেফাজত আরা মিরা এবং সাধারণ সম্পাদক পদে সাবিয়া সাবরিন পিংকি সরকার নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ অক্টোবর) সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
প্রায় ৭ বছর পর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জন প্রার্থী ছিলেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থনের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন ফলাফল ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সভাপতি মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পদাক রাগেবুল আহসান রিপু।
প্রধান বক্তা ছিলেন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
সম্মেলনে সভাপতিত্ব করেন, মহিলা আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালি ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী।
সম্মেলনে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগ এবং উপজেলা পর্যায়ের নেত্রীরা বক্তৃতা করেন।