শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলার ফসলি মাঠে কাজ করার সময় বজ্রপাতে বজলুর রশিদ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে।
রবিবার (৩ অক্টোবর) বিকেলে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর পেঁচুল গ্রামের ফসলী মাঠে বজ্রপাতে তার মৃত্যু হয়।
তাজপুর গ্রামের বাসিন্দা শহীদ উদ্দীন জানান, বজলুর রশিদ কুসুম্বী ইউনিয়নের তাজপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতো।
সে পাশাপাশি দিনমজুরীর কাজ করে জীবিকা নির্বাহ করতো। রবিবার বিকেলে একই ইউনিয়নের উত্তর পেঁচুল মাঠের একটি মরিচ ক্ষেতে কৃষি শ্রমিকের কাজ নেয় বজলুর রশিদ। জমিতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি সহ বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে ফসলী জমিতে বজ্রপাতে হলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বগুড়ার শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস এতথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টির মধ্যেই ফসলি মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শ্রমিক বজলুর রশিদ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।