শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিম্নমানের ইটের খোয়া দিয়েই রাস্তা পাকা করণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলজিইডির অধীনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিপুর হতে পলাশবাড়ী উপজেলার সীমানা পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে ৫.৪০০ মিটার রাস্তা এ.আর.সি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ শুরু করা হয়।
ইতিপূর্বে ওই রাস্তার পাকা করণের ঠিকাদার প্রতিষ্ঠান বিভিন্ন ইটভাটা থেকে নিম্নমানের রেডিমেট ইটের খোয়া দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী কাজে বাঁধা প্রদান করেন।
পরে এলাকার প্রভাবশালীদের যোগসাজসে পূর্বের রেডিমেট খোয়া দিয়েই এ রাস্তার নির্মাণ কাজ চালিয়ে যায়। এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পূনরায় ওই রেডিমেট খোয়াই আবারো রাস্তায় ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রবিবার (৩ অক্টোবর) দুপুওে সরেজমিন উক্ত রাস্তার আমবাড়ী আশ্রয়ণ প্রকল্পের পাশ্ববর্তী এলাকায় সরেজমিনে গিয়ে মিশ্রিত বড় বড় ইটের খোয়া দিয়া ডাব্লিউএমএম কাজে ব্যবহার করতে দেখা যায়।
এব্যাপারে সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী জানান, ডাব্লিউএমএম এর কাজে ২০% বিট বালু বিশ্রিত করতে হবে।
তবে বড় বড় খোয়া ব্যবহারের ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন জানান, বড় খোয়াগুলো আমাদের লোক দ্বারা ভেঙ্গে ছোট করা হচ্ছে। তবে বড় বড় ইটের খোয়া ভেঙ্গে ছোট করার কোন শ্রমিক সে সময় চোখে পড়েনি। এলাকাবাসী রাস্তাটির গুনগত মান রক্ষার্থে সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন