স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে ধুনট থানা পুলিশের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, মথরাপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ,
ধুনট থানার এসআই আসাদুজ্জামান, এসআই রুহুল আমিন খান, এসআই মতিয়ার রহমান, এসআই আব্দুর রাজ্জাক, এএসএস আব্দুল আজিজ প্রমূখ।
মতবিনিময় সভায় ধুনট উপজেলার ৩৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।