সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আটমূল ইউনিয়নের বেতগাড়ী কারিগরি কলেজ হলরুমে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মীর শাহে আলম।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার আব্দুর রাজ্জাক।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, একেএম ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, ডাঃ স্বাধীন, মাস্টার হারুনুর রশিদ, শফিকুল ইসলাম শাহীন, হারুনুর রশিদ ফজলু, সিরাজুল ইসলাম, আশরাফ আলী, উপজেলা যুবদল নেতা মুকুল, আরমান,
পৌর যুবদল নেতা আবু শাহীন, মাহদী তমাল, স্বেচ্ছাসেবকদল নেতা রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল, মীর মুন, আল-আমিন, কাজলসহ প্রমূখ। পরে মীর আবু জাকের মাকু সভাপতি ও আঃ মান্নান দুলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।