স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় র্যাবের অভিযানে ৩০ লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলা মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর থানাধীন সেউজগাড়ী হরিজন কলোনী এলাকার মৃত কটিমন বাশফোঁড়ের ছেলে শ্রী কাল্টু বাশফোঁড় (৫০) ও বগুড়ার শিবগঞ্জ থানাধীন রহবল দক্ষিণপাড়া এলাকার মৃত হাসেন আকন্দের ছেলে আজাদুল ইসলাম (৩৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন মফিজ পাগলা মোড় এলাকায় ২ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দুপুর ১টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন মফিজ পাগলা মোড়ের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩০ লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানা হস্তান্তর করা হয়েছে।