বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত শ্রী লিটন সাহা বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন শংকরপুর এলাকার শ্রী শংকর সাহার ছেলে।

বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এতথ্য নিশ্চিত করে জানান, একটি মামলায় বিজ্ঞ আদালত শ্রী লিটন সাহাকে এক বছরের সাজা প্রদান করেছেন।

এছাড়াও তার বিরুদ্ধে দুটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। কিন্তু এরপর থেকেই সে পলাতক ছিল। বুধবার বিকেলে গোপান সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।