শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে সরকারের ভূমি অধিগ্রহণকৃত জায়গায় জমির মালিকগণ বিভিন্ন কৌশলে বাণিজ্যিক মূল্য বেশি নেয়ার জন্য নানা কৌশল অবলম্বন করে আসছে।
পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী মৌজায় জেএল-৮২, বি.আর.এস খতিয়ান- ৪১০, ২৩০, দাগ নং- ৯৯৮, ৯৯৯ রিট পিটিশন নং- ২৯৪২/২০২১ মূলে অত্র জমি ও স্থাপনায় মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে।
কিন্তু বর্তমানে উক্ত জমির বাণিজ্যিক মূল্য বেশি নেওয়ার জন্য জমির মালিক মোস্তফা মিয়া টিন ও বাঁশ দিয়ে লোক দেখানো মুরগীর ফার্ম নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
এব্যাপারে জমির মালিক মোস্তফা বলেন, আমি উক্ত জমি আবু ফরহাদ মন্ডলকে পাওয়ার অফ এ্যাটর্নি করে দিয়েছি।
তবে ফরহাদ হোসেন জানান, আমার জমিতে কেউ যেন কোন কিছু না করতে পাওে, সেই কারণে আমি নিজেই হাইকোর্টের স্থগিতাদেশ এনেছি। আমার জমিতে আমি যা খুশি তাই করতে পারি।