এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কাহালু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হারুন অর রশিদ, সেকেন্ড অফিসার এসআই আবু শাহিন কাদির, উপজেলা আনসার ভিডিপি অফিসারের প্রতিনিধি উজ্জল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহালু উপজেলা শাখার সহ-সভাপতি রবীন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার প্রামানিক, হিন্দৃ বৌদ্ধ ও খ্রিষ্টান পরিষদ কাহালু উপজেলা শাখার সভাপতি ভুপেন্দ্রনাথ পাল, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার সহ ৩৭টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মতবিনিময় সভায় কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমবার হোসেন বলেন, কাহালুতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য কাহালু থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করবে।