স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হাসান মুকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কয়েকজন ইউপি সদস্য জানান, বুধবার রাতে আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে ধুনট থানা পুলিশ ইউপি চেয়ারম্যান মঈনুল হাসান মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। একারনে বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান মুকুল পরিষদে আসেননি।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মঈনুল হাসান মুকুলের বিরুদ্ধে একটি মামলায় বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
তাই বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল।