আপেল মাহমুদ রুহিয়া, ঠাকুরগাঁও থেকে :
ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গান ব্যারেজ সেচ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্প ও পানি নিয়ন্ত্রণ কাঠামো সেচ প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) একেএম সামছুল আলম, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রশাদ ঘোষ, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,
ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ ঝাঁ, টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
সেচ প্রকল্প পরিদর্শন শেষে একটি গাছের চারা রোপণ করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ।