স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় আবারো পুরস্কৃত হয়েছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ওই সভায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
এসময় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, নন্দীগ্রাম সার্কেল রাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধুনট উপজেলায় সর্বচ্চ নাগরিক তথ্য দাখিল করায় এই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার গ্রহন করেন ধুনট ওসি কৃপা সিন্ধু বালা। এর আগেও তিনি আইন শৃঙ্খলা রক্ষায় পুরস্কৃত হয়েছেন।