স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় ১০০ গ্রাম গাঁজা সহ ২ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার নিউ সারিয়াকান্দি গ্রামের ইমান আলীর ছেলে খোকন মিয়া (৩০) ও মরিচতলা গ্রামের মকবুল হোসেনের ছেলে মুজইদুল ইসলাম জিয়া (২৮)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃতরা ২ জনই ছাত্র। কিন্তু তারা নিয়মিত আসর বসিয়ে মাদক সেবন করতো। তাদেরকে মাদক সেবনরত অবস্থায় পুলিশ হাতেনাতে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় থানায় মামলা দায়েরের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।