জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে কেক কর্তন ও আলোচনা সভার মধ্যেদিয়ে ঢাকা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে ১২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা প্রতিনিধি তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন করেন ইউপি চেয়ারম্যান মো ঃ রুবেল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল এস ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জাফরুল সাদিক, উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল মান্নান রামু, দৈনিক মাতৃভূমির খবরের উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল ওয়াহেদ, সাংবাদিক সামিউল ইসলাম সনি প্রমুখ।
অতিথিরা পত্রিকায় সত্য ও বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে সুষ্ঠু, সুন্দর সমাজ ও দেশ গড়ার প্রত্যেয় ব্যক্ত করেন এবং পত্রিকার উত্তরাত্তর সফলতা কামনা করেন।