স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার ৩৬টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।
এ দূর্গা পূজাকে ঘিরে দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনায় নড়েচরে বসেছে প্রশাসন। এসব ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় পূজা মন্ডপগুলো নাশকতা এড়াতে ধুনট উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিম, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ধুনট উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুলের হকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই মতিউর রহমান, গোপালনগর ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান এমএ তারেক হেলাল, চিকাশী ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল,
ধুনট সদর ইউপি চেয়ারম্যান লাল মিয়া, ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাংবাদিক মাসুদ রানা, বাবুল আকতার ও আনোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিমগণ।