ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী জানাযায়, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর

এই ধাপে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ধুনট সদর, ভান্ডারবাড়ী, চৌকিবাড়ী, চিকাশী, এলাঙ্গী, গোপালনগর, গোসাইবাড়ী, কালেরপাড়া, মথুরাপুর ও নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।