স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী জানাযায়, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
এই ধাপে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ধুনট সদর, ভান্ডারবাড়ী, চৌকিবাড়ী, চিকাশী, এলাঙ্গী, গোপালনগর, গোসাইবাড়ী, কালেরপাড়া, মথুরাপুর ও নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।