স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে ধুনট উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে দুস্থ হিন্দু ধর্মালম্বীদের মাাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) রাতে ধুনট সদর মন্দিরে এসব বস্ত্র বিতরণের উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়ার পুলিশ সুপার পত্নী সুনন্দা রায়, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, রেজাউল করিম দুলাল, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম ,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমি মিন্টু, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই রুহুল আমিন খান, এসআই মতিয়ার রহমান, এসআই মঞ্জুর মোর্শেদ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।