স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
আগামী ১৬ অক্টোবর (শনিবার) বগুড়ার আলহাজ্ব মমতাজ উদ্দিন স্টেডিয়ামে বগুড়া জেলা জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে ধুনট উপজেলা বনাম কাহালু উপজেলা ফুটবল একাদশ।
ধুনট উপজেলা নির্বাহী সঞ্জয় কুমার মহন্ত জানান, জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টে ধুনট উপজেলার পক্ষে স্থানীয়, জাতীয় ও বিদেশী ফুটবলাররা প্রতিযোগিতা করবেন।
শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় ধুনট উপজেলা পরিষদ গেট থেকে কয়েক গাড়ি বগুড়ার উদ্যেশ্যে রওনা হবে। তাই খেলা প্রিয় কেউ যেতে চাইলে ফ্রিতে যেতে পারবে।