ধুনটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
বগুড়ার ধুনটে স্বপ্নসেবা সংগঠনের উদ্যোগে ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১টি করে সাদাছড়ি, যাতায়াত ভাড়া ও খাবার বিতরণ করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় স্বপ্নসেবা সংগঠনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে উপজেলার ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১টি করে সাদাছড়ি, যাতায়াত ভাড়া ও খাবার বিতরণ করা হয়।

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ।

স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য নজরুল ইসলাম, হাফিজুর রহমান, ফরহাদ হোসেন, ইমদাদুল হক হিরো, সজীব, কাওসার, আলী আশরাফ, নোমান, এনামুল, সুমন, মুনসুর নিতাই প্রমূখ।