সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) শিবগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে পীরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা বিএনিপর আহ্বায়ক আলহাজ্ব মাস্টার আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা জেলা বিএনপির সদস্য মীর শাহে আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মাষ্টার হারুনুর রশিদ, ডা. আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, এ্যাড. আব্দুল ওহাব, শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মুকুল, যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান আরমান, আঃ হান্নান,
পৌর যুবদল নেতা আবু শাহীন, মাহদী তমাল, স্বেচ্ছা সেবক দল নেতা মাছুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, কৃষকদল নেতা দলিলুর দুলু, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীরমুন, পীরব ইউনিয়ন বিএনপি নেতা আঃ সোবহান, শাহাজুল, মাসুদ, আঃ কুদ্দুস ভুট্টো, জাইদুল, নজরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে কাউন্সিলদের মতামতের ভিত্তিতে জহুরুল ইসলামকে সভাপতি, মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক ও ফারুক হোসেন মিশিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে মোনাজাত করেন বিএনপির নেতৃবৃন্দ।