আপেল মাহমুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টায় রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া থানা যুবদলের সভাপতি ইউপি সদস্য আনার আলী, সাধারণ সম্পাদক আবু শাহিন, রুহিয়া থানা কৃষক দলের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব আইনুল হক, সাধারণ সম্পাদক ইউপি সদস্য লুৎফর রহমান।
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা সেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, থানা ছাত্রদলের সদস্য সচিব মিলন চৌধুরী প্রমুখ।
ওই আলোচনা সভায় রুহিয়া থানার নবগঠিত সেনুয়া ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানাগেছে। এছাড়া বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, দেশের গনতন্ত্রকে ফিরিয়ে আনা এবং সাধারন মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভায় বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দ।