বগুড়ার শিবগঞ্জে প্রতীক বরাদ্দের আগেই পোস্টার লাগিয়ে আচরনবিধি লংঘন করলেন মেম্বার প্রার্থী

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লংঘন করে ছবি সহ মোরগ প্রতীক সম্বলিত পোস্টার বিভিন্ন জায়গায় শাটানোর কারণে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২নং রায়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আব্দুল রাজ্জাক আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতার মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে উত্তোলন করে প্রতীক বরাদ্দের আগেই মোরক মার্কা প্রতীক সম্বলিত ছবি সহ পোস্টার ছাপিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়েছেন।

এই অভিযোগে ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।

এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বি ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী ইসরাফিল বলেন, রাজ্জাক নির্বাচনের আগেই তার নিজস্ব প্রতীক সম্বলিত পোস্টার বিভিন্ন জায়গায় লাগিয়েছেন। যা নির্বাচনী আচরণ বিধি লংঘন হয়েছে।

তাই আমি এই আচরণবিধি লংঘনের জন্য রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছি। কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে উক্ত আচরণ বিধি লংঘনের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তবে এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রার্থীতা বৈধ কি না তা যাচাইয়ের পূর্বেই প্রতীক বরাদ্দ না পেয়েও তিনি তার ছবি সহ ইচ্ছে মতো প্রতীক দিয়ে পোস্টার ছাপিয়ে বিভিন্ন স্থাপনায় শাটিয়ে তিনি নির্বাচন বিধি লংঘন করেছেন।