এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু মডেল প্রেস ক্লাব সংলগ্ন ডাঃ কোহিনুর কমিউনিটি সেন্টারে কাহালু উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, মুসাব্বির সাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাজু, করিম প্রধান রনি, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) রকিবুল ইসলাম রবি প্রমূখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে ব্যালটের মাধ্যমে গোপন ভোটে মুরাদ আহমেদ মধু ৫০ ভোট পেয়ে সভাপতি ও হাবিবুর রহমান হাবিব ৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ৯৮ জন ভোটারের মধ্যে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।