স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, আ’লীগ নেতা বেলাল হোসেন প্রমূখ।