ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে র্যাবের এক সদস্যের ওপর হামলা চালিয়ে মাথা ফেঁটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীর ভাইকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের একটি গ্রাম তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এনামুল হক (২১) ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী কামারপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
র্যাব সদস্যের ওপর হামলার ঘটনায় ধুনট থানায় দায়েরকৃত মামলার ১নং আসামী গ্রেফতারকৃত এনামুল হক।
র্যাবের দায়েরকৃত মামলাসূত্রে জানাযায়, গত ১৬ অক্টোবর সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী কামারপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আসাদুল হক লিটনের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরাও তাদের পিছু ধাওয়া করে।
এপর্যায়ে মাদক ব্যবসায়ী আসাদুল হক লিটনের ছোট ভাই এনামুল হক বাঁশের একটি লাঠি দিয়ে ফারুক হোসেন নামে এক র্যাব সদস্যের মাথায় আঘাত করে। এতে ওই র্যাব সদস্যের মাথা ফেঁটে যায়।
পরে অন্য র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় আহত র্যাব সদস্য ফারুক হোসেন বাদী হয়ে চিহ্নিত মাদক মাদক ব্যবসায়ী আসাদুল হক লিটন ও তার ভাই এনামুল হকের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১নং আসামী এনামুল হককে গ্রেফতার করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে জানান, র্যাবের দায়েরকৃত মামলায় একজন গ্রেফতার হয়েছে। অন্য আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।