স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়ার ধুনটে সমাবেশ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ধুনট উপজেলা আওয়ামীলীগের ব্যানারে শান্তি শোভাযাত্রা শেষে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, আওয়ামীলীগ নেতা শামীম মন্ডল, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, ধুনট উপজেলা শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমন প্রমূখ।