ধুনটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে (১৯ অক্টোবর) কান্তনগর জামে মসজিদে কালেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বাবু, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, কালেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ,

কালেরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাসেল রানা, সহ-সভাপতি আব্দুল ওহাব, রুবেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, এলাঙ্গী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, শ্রমিকদল নেতা ইউসুফ, রেফাজুল প্রমূখ।

দোয়া মাহফিল শেষে খবার বিতরণ করা হয়।