জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ঠ নব নির্মিত আব্দুল মান্নান একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসাবে নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
নিজাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি পৌর সভার মেয়র মতিউর রহমান মতি,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাষ্টার, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, কর্নিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুহিন মন্ডল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন, কড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল হাসান বাবলু প্রমুখ।