আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে গ্রেফতারকৃতদের আদমদীঘি থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে বুধবার (২০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সান্তাহার পৌরসভার বার্মা নামীয় পাকা রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহর স্টেশন কলোনী এলাকার মৃত চান্দু প্রামানিকের ছেলে আব্দুর রহমান (৩৫) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন মধ্যমবাশি দ্বিপপুর এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে আব্দুল মালেক (২৮)।
আদমদীঘি থানার এসআই প্রদীপ কুমার বর্মন এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।