স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে ১০০ গ্রাম গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি ফকিরপাড়া এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে ওয়াহেদুল ইসলাম (৩৮) ও একই এলাকার মৃত জনাব ফকিরের ছেলে মঞ্জু মিয়া (৩৬) ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদেরকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।