স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়া জেলার ধুনট উপজেলায় একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ অক্টোবর) গ্রেফতারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট সদরপাড়া এলাকার মৃত উপেন্দ্রনাথ সাহার ছেলে উত্তম কুমার সাহা (৪৫) ও পশ্চিমভরনশাহী এলাকার বাহাদুর আলীর ছেলে মাসুদ রানা উজ্বল (৩৫)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত উত্তম কুমারের বিরুদ্ধে ধুনট থানা সহ বিভিন্ন থানায় প্রায় ১৪টি মামলা এবং উজ্বলের বিরুদ্ধেও প্রায় ১০টি মাদক মামলা রয়েছে।