এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
গত ২ অক্টোবর সম্মেলনে সম্পূর্ন অগণতান্ত্রিকভাবে, অর্থনৈতিক লেনদেন ও গঠনতন্ত্র বহির্ভূতভাবে গঠিত বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের অবৈধ কমিটি বাতিলের দাবিতে এবং সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদককে সাময়িক অব্যাহতি প্রদানের প্রতিবাদে কাহালুতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কাহালু টু দরগাহাট সড়কের সোনালী ব্যাংক লিঃ এর সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী ফাতেমা বেগম।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না চৌধুরী, সাবেক মা ও শিশু বিষয়ক সম্পাদক অধ্যাপক ফজিলাতুন্নেছা, সাবেক সদস্য সেলিনা, মহিলা আওয়ামীলীগ নেত্রী গোলাপী, নাজমুন্নাহার, মরিয়ম আফরিন প্রমূখ।