এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মাদ এরশাদ ও জাতীয় পাটির চেয়ারম্যান জি এম কাদের এর আর্দশে অনুপ্রেনিত হয়ে রোববার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইব্রাহীম আলী ধলু ও সাধারণ সম্পাদক শাহিন সরদারের হাতে ফুলেল তোড়া দিয়ে মুরইল ইউনিয়নের মাসুদ রানার নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য এম এ মতিন, জাতীয় পার্টি কাহালু পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম (জেম্স), জাতীয় ছাত্র সমাজ কাহালু উপজেলা শাখার আহবায়ক গোলাম মোর্শেদ সাকিল, জাতীয় স্বেচ্ছাসেবক পাটি কাহালু উপজেলা শাখার সভাপতি জাহিদ হাসান, মুরইল ইউনিয়নের ইকবাল হোসেন, বাবু, হাসিব, আমিনুল, সুমন, ময়নুল, রাজ, ফারুক সহ অন্যান্যরা।