শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিচক ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও জাতীয় পার্টির মনোনিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হেেয়ছে। এঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কিচক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থকরা গাদুর হাট-বাজার এলাকা থেকে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ শেষে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে কিচক বাজারে যাওয়ার সময় সোনারপাড়া নামক স্থানে পৌঁছালে, জাতীয় পার্টির মনোনিত চেয়ারম্যান প্রার্থী জামিরুল ইসলাম রনির সমর্থকদের সঙ্গে উভয় পক্ষের বাকবিতন্ডা সৃষ্টি হয়।
এক পর্যায়ে উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষের ১০ জন নেতাকর্মী আহত হয়।
আহতরা হলেন জাপা সমর্থিক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মোস্তাফিজুর রহমান জোশেক, রেজাউল করিম, সনি মিয়া, রাশেদ মন্ডল, সেলিম মিয়া।
অপরিদিকে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মাছুম প্রধান, মহসিন আলী, আঃ হান্নান, রাজু মিয়া, মিঠু মিয়া আহত হয়েছে। আহতরা বর্তমানে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে কিচক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী বলেন, আমার দলীয় নেতাকর্মীরা গাদুর হাট থেকে কিচকে ফেরার পথে সোনারপাড়া বাজারে পৌঁছালে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
তবে এব্যাপারে জাপা সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জামিরুল ইসলাম রনি বলেন, গাদুর হাটে আমার নির্বাচনী অফিসে প্রতিপক্ষের সমর্থকরা গিয়ে বিভিন্ন কু-রুচি পন্ন কর্থাবার্তা বলে। এর জের ধরে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে সোনারপাড়া বাজারে হঠাত করে আমার দলীয় নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আহত করে।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ২টি ইউনিয়নের পৃথক ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।