শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা মধ্যপাড়া গ্রামে সরকারি রাস্তার জায়গা দখল করে স্থায়ী বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে সেলিম মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা মধ্যপাড়া গ্রামের মধ্য দিয়ে এলজিইডির পাকা রাস্তা রয়েছে। রাস্তার দুপাশে প্রায় ৬ ফুট করে জায়গা রাখা হয়েছিল, যাতে পরবর্তীতে রাস্তা প্রসস্তকরণ কাজে ব্যবহার করা যায়।
কিন্তু সেই রাস্তার জায়গা দখল করে ইট দিয়ে স্থায়ীভাবে বাড়ি নির্মান করছে একই গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে প্রভাবশালী সেলিম মন্ডল।
এলাকাবাসি বাধা দিতে গেলে তাদের সাথে মারমুখি আচরণও করছে ওই ব্যক্তি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী সরকারী রাস্তায় প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
তবে এ ব্যাপারে সেলিম মন্ডল বলেন, আমার জায়গায় আমি বাড়ি নির্মান করছি। সরকারি জায়গা আমি দখল করিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: ময়নুল ইসলাম বলেন, রাস্তার জায়গা দখল করে স্থায়ীভাবে বাড়ি নির্মান করার এখতিয়ার কারো নেই। যদি কেউ দখল করে তাহলে তার বিরুদ্ধে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।